গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণাকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আজ মঙ্গলবার কর্মশালা শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
৫ মে শুরু হওয়া এই কর্মশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি তুলনামূলকভাবে অনেকটা নতুন হওয়ায় বেশিরভাগ শিক্ষকই নবীন। ফলে গবেষণার দিক থেকেও আমরা অনেক পিছিয়ে রয়েছি। সেদিক থেকে আমি মনে করি, আইকিউএসি আয়োজিত এই কর্মশালাটি পাঠদান ও শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়তা করবে। শিক্ষকদের কাজ প্রতিনিয়ত পড়াশোনা করা, গবেষণা করা ও বই লেখা। একই সঙ্গে মানবিক গুণাবলি ও নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে ওঠা। কেননা শিক্ষকরাই জাতির সেবক।
প্রশিক্ষণ কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম রিসোর্স পার্সন হিসেবে গবেষণা দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান আইকিউএসির পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
বিডি প্রতিদিন/এএ