মাপে তেল কারচুপির অভিযোগে কুমিল্লার ২টি পেট্রোল পাম্প সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৬ মে) কুমিল্লা নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
সিলগালাকৃত পেট্রল পাম্পগুলো হচ্ছে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার মেসার্স শরীফ এন্টারপ্রাইজ ও নগরীর গুধিরপুকুরপাড় এলাকার মেসার্স এম এ হাকিম অ্যান্ড ব্রাদার্স।
বিএসটিআইয়ের কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, দিনব্যাপী সার্ভিল্যান্স অভিযানে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার মেসার্স শরীফ এন্টারপ্রাইজের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ ও ২০০ মিলি লিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একই পাম্পের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটেও প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ ও ২২০ মিলি লিটার তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণ মেলায় পাম্পের চারটি ইউনিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে নগরীর গুধিরপুকুরপাড় এলাকার মেসার্স এম এ হাকিম অ্যান্ড ব্রাদার্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটেও মাপে কারচুপি ধরা পড়ে। পাম্পটির এ দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে গ্রাহকদের যথাক্রমে ৩৪০ ও ৩৯০ মিলি লিটার তেল কম দেওয়া হয়। এর দায়ে তাৎক্ষণিক এ দুটি ইউনিটও সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান ও মো. হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/জামশেদ