কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১৫৫টি গরু ও মহিষ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পশু জব্দ করা হয়।
জানা গেছে, এসব পশু মিয়ানমার থেকে অবৈধভাবে আনা হয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত পশুগুলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের জিম্মায় রাখা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার শারমিন সুলতানা বলেন, ‘জব্দ হওয়া ১৫৫টি গরু ও মহিষের কোনও বৈধ আমদানি বা পরিবহন কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ীরা। তাই আইন অনুযায়ী এগুলো স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেওয়া হয়েছে।’
বাজারের ইজারাদার আব্দুর রহিম বলেছেন, ‘ব্যবসায়ীরা দুপুরে খাবারের সময় ছিলেন, তাই সঙ্গে কাগজ ছিল না। গরু-মহিষগুলো বৈধই ছিল।’
এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা অভিযানের সত্যতা স্বীকার করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, অভিযানে পুলিশের সহযোগিতা ছিল। বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে বাজারজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে, পশুগুলো ছাড়িয়ে নিতে বাজারের ইজারাদার ও কয়েকজন গরু ব্যবসায়ী নানা মহলে তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি নকল কাগজপত্র তৈরি করে সেগুলো বৈধ হিসেবে উপস্থাপনের চেষ্টাও চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ