নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ ক্যাটাগরির প্রায় ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃপ্রাথমিক প্রীতি বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এমন অভিনব পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধাবিকাশে আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন পুরো জেলা। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
বুধবার (৭ মে) সকালে উপজেলার ভট্টপুর মডেল স্কুলে এ ব্যাতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বেগম রোকেয়া বালিকা বিতর্কিক দল ও ঈশাখাঁ বালক দল দু'ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা করে।
এসময় প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া বালিকা বিতার্কিক দল চ্যাম্পিয়ন ও ঈশাখাঁ বালক দল রানার্সআপ হয়। শরাবন তহুরা শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরষ্কার লাভ করেন৷
বিডি প্রতিদিন/হিমেল