মাগুরার হাজরাপুরের লিচু জিআই স্বীকৃতি পাওয়ার পর আজ মাগুরা সদর উপজেলার হাজরাপুরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের প্রথম হাজরাপুরী লিচু সংগ্রহ করার মাধ্যমে লিচু মেলা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে জেলা প্রশাসন মাগুরার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এসময় অন্যান্য উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদসহ স্থানীয় লিচু চাষিরা।
এরপর হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে দিনব্যাপী লিচু মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ওহিদুল ইসলাম বলেন, "হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি মাগুরার জন্য এক বিশাল অর্জন। এর মাধ্যমে এই অঞ্চলের লিচুর সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং স্থানীয় চাষিরা লাভবান হবেন।"
উল্লেখ্য, গত ৩০ মে মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি লাভ করে। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর এই স্বীকৃতি প্রদান করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ওহিদুল ইসলাম বলেন, "হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি মাগুরার জন্য এক বিশাল অর্জন। এর মাধ্যমে এই অঞ্চলের লিচুর সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং স্থানীয় চাষিরা লাভবান হবেন।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন