কুড়িগ্রামে গত পাঁচদিন ধরে টানা তাপদাহে জনজীবন অস্বস্তিকর হয়ে উঠেছিল। কিন্তু কয়েকদিনের টানা তাপদাহের পর মঙ্গল ও বুধবার থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এবং বুধবার সকালে বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় খানাখন্দ থাকায় পানি জমে গেছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এদিকে এসময় ধান কাটার মৌসুম চলায় বৃষ্টির মধ্যেও কৃষকদের মাঠে ধান কাটতে দেখা গেছে।
সাধারণ খেটে খাওয়া দিনমজুর শ্রেণির লোকজনের মধ্যে অটোচালক নসিয়ত মিয়া জানান, কয়েকদিন ধরে কুড়িগ্রামে খুব রোদ আর গরমে কাজে যেতে আমাদের কষ্ট হচ্ছিল। পেটের দায়ে কাজে বের হতে হলেও তীব্র রোদ আর গরমে অসহণীয় হয়ে ওঠে জেলার আবহাওয়া। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হওয়ায় অনেকটা শান্তি ফিরে পেয়েছি। এখন মোটামুটি স্বস্তিতে কাজ করতে পারছি।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, মঙ্গলবার দিনে ও বুধবার দিনভর এ জেলা কুড়িগ্রামসহ আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিনের তীব্র তাপদাহের পর এ বৃষ্টিতে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
এদিকে, গত দুদিনে জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/একেএ