কক্সবাজার সদর উপজেলায় মনির চৌধুরী নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ডিককুল এলাকার একটি মেস থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
কলেজ ছাত্র মনির চৌধুরী উখিয়ার ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান এবং কক্সবাজার হার্ভার্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান। মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/নাজিম