মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। আগুন নেভাতে এগিয়ে আসে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবকরা। আগুনে কমপক্ষে ৫০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘দিবাগত রাত দুইটার কিছু পর আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়। এ সময় লৌহজং, সিরাজদীখান ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি। তাই আগুনে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পরিমাণ তা এখনও নিরূপন করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/নাজিম