কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মতিউর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাক্টরে করে ধান আনতে গেলে এ ঘটনা ঘটে।
মতিউর করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আব্দুল আসিদের ছেলে।
নিহতের চাচা নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের শরীফ জানান, সন্ধ্যার আগে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাক্টরে করে ধান আনতে যান মতিউর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/কেএ