বরিশাল সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ওই বৃদ্ধার মৃত্যুরঘটনা ঘটে। এ ঘটনায় আজ রবিবার ৫ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মৃত বৃদ্ধা রাবেয়া বেগম (৭০) সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে শুক্রবার রাতে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে বৃদ্ধা রাবেয়াসহ তিনজন আহত হয়। তাদের মধ্যে রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে। রবিবার তার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
বৃদ্ধার নাতি জুলহাস খান বলেন, ‘নানা বাড়িতে মামা কালাম হাওলাদার বিল্ডিং করতে যায়। ওই জমি দাবি করে প্রতিপক্ষ সুজন হাওলাদার। এ নিয়ে বিরোধে রাতে সুজন হাওলাদারসহ প্রতিপক্ষরা হামলা করে। তারা নানী রাবেয়া বেগম, মা রুমা বেগম ও বোন লিমা বেগমসহ তাকে মারধর করে। এতে নানী গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করার পর শনিবার দুপুরে মারা যান তিনি।’
বিডি প্রতিদিন/জামশেদ