রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৩০টি দোকান ও ঘর। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঘাইছড়ি উপজেলার পৌরসভার মুসলিম ব্লক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
ক্ষতিগ্রস্তরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভা এলাকার মুসলিম ব্লক বাজারের একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঘরে। মুহূর্তে এ আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
খবর পেয়ে ছুটে আসে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীরা। সবাই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে পড়ে গেছে প্রায় ৩০টির অধিক দোকান ও ঘর।
স্থানীয় আজগর আলী জানান, বাঘাইছড়ি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। তাই কোথাও আগুন লাগলে নিয়ন্ত্রণে আনা যায় না। তবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই অক্ষত আছে। তবে বেশকিছু স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই