চাকরি জাতীয়করণের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশগণ। আজ রবিবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা রেজিস্টার অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নকল নবীশদের চাকরি জাতীয়করণের যৌক্তিকতা বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করেছে। সে প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে তাদের দীর্ঘদিনেন দাবি বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ উদ্দিন, উপদেষ্টা ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উর্মি খাতুন প্রমুখ।
স্মারকলিপি প্রধানকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/জামশেদ