রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি জনসচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভূমি সেবাসংক্রান্ত সচেতনতামূলক সভা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী।
বক্তারা নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ক দিক তুলে ধরেন। মেলায় সেবাগ্রহীতাদের সেবা দিতে ভূমি অফিসের ৩টি স্টল স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক