পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রেশনের সময় ঘুষ দাবির অভিযোগের প্রতিবাদে এবং দুর্নীতির অবসানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা কৃষক দল। রবিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম সোহেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
বিডি প্রতিদিন/এএ