ভূমির সাথে মানুষের সম্পর্ক চিরন্তন—জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই সম্পর্ককে আরও সহজ ও স্বচ্ছ করতে সরকার ভূমিসেবা ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে, যা জনগণের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ প্রক্রিয়াকে করবে সহজ, দ্রুত এবং দুর্নীতিমুক্ত।
রবিবার বিকেলে শহীদ এম. শামসুদ্দিন সম্মেলন কক্ষে "ভূমিমেলা-২০২৫" উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, 'ভূমিসেবা ডিজিটাইজেশন সরকারের সময়োপযোগী উদ্যোগ। এতে করে সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা ঘরে বসেই পাবে, ভূমি অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না।'
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ভূমি বাতায়ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন নাগরিক ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও ম্যাপ দেখা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল সংক্রান্ত তথ্য, ইজারা ও বন্দোবস্তের আবেদন এবং ভূমি প্রশাসন সংক্রান্ত নানা সেবা সহজেই নিতে পারবেন।
সেমিনারে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সজীব সরকার।
অনুষ্ঠানে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।