রংপুর মহানগরীর হারাগাছ পৌরসভার মায়াবাজার বাঁধের পাড় এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হামিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী এবং স্থানীয় মৃত সহিদার রহমানের ছেলে।
রবিবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে , গত ১৫ মে সন্ধ্যায় স্থানীয় বাজারের দোকানে যাওয়ার পথে ভুক্তভোগীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত হামিদ। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর মেয়েটিকে চুপ থাকতে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মেয়েটি এই ঘটনার তার বাবাকে জানায়।
শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে দোকানে সাহায্য করে। অভিযুক্ত হামিদ এর আগেও মেয়েকে অশ্লীল কথাবার্তা বলতো বলে অভিযোগ করেন তিনি।
হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আবদুল হামিদকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল