গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া আহসান হাবিব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আহসান হাবিব ইদিলপুর ইউনিয়নের আশাদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আহসান তার তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। বান্নির ব্রিজ থেকে একে একে লাফ দিয়ে পানিতে খেলায় মেতে ওঠে তারা। কিন্তু তিন বন্ধু তীরে উঠে এলেও আহসান নিখোঁজ হয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। টানা তিন ঘণ্টা চেষ্টার পর বিকেলে নদী থেকে আহসানের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন জানান, 'খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারটি গভীর শোকাহত।'
বিডি প্রতিদিন/মুসা