মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকদের মধ্যে নয়জন শিশু, নয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে তাদের এখনো হস্তান্তর করা হয়নি।
এর আগে, ২৬ জুন একই সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছিল বিএসএফ।
বিডি প্রতিদিন/কেএ