সাতক্ষীরায় একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে সুলতান আলী নামে এক মাদুর ব্যবসায়ী (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭দিকে সদর উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলা মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে। নিহত বৃদ্ধ আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদুর ব্যবসায়ী সুলতান আলী একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয় ভ্যানচালক। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম