নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, দখল চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট কাঠামো সংস্কারসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আয়বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট এটিএম জাকারিয়া, সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদভ জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক এমপি এডভোকেট সালাউদ্দিন কামরান, জেলা বিএনপির সদস্য এডভোকেট কাজী কবির আহমেদ, জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমগ্র জেলায় বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, কিশোর গ্যাং সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। ইতিমধ্যে নানান অভিযোগের কারণে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নোয়াখালী জেলা বিএনপি অবিচল কাজ করে যাবে ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/এএ