গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয় (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মহোতাসিম ফুয়াদ হৃদয় গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমানের ছেলে। তিনি মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছিল এবং অবশেষে সফল হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে থানায় মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/জামশেদ