সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।
কার্যালয়ের সামনে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ