বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার রাধানগর এলাকা থেকে লতিফুল বারী দুলু (৬৭) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
লতিফুল বারী দুলু উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি রাধানগর গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের হওয়া একটি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং দণ্ডবিধির গুরুতর ধারায় করা মামলার তদন্তে দুলুর সম্পৃক্ততার প্রমাণ মেলে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘চলমান মামলার তদন্তে লতিফুল বারী দুলুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/জামশেদ