আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের দড়াটানা-ভৈরব নদীর তীরে শহর রক্ষা বাঁধের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, কৃষক দলের আহ্বায়ক আসাফুদৌলা জুয়েলসহ জেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাটের ৯টি উপজেলাসহ জেলা শহরে আমরা একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকে দেশের সব মানুষকে আহ্বান জানাচ্ছি—দেশ আমাদের সবার, আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করে একটি সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ে তুলি।’
বিডি প্রতিদিন/জামশেদ