চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারত থেকে পাচার করে আনা ১০ কেজি ৮৩৮ গ্রাম দানাদার রূপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক রূপার আনুমানিক মূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার আজিমপুর এলাকার ফুড গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও দর্শনা আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর আসে চোরাকারবারীরা ভারত থেকে রূপা পাচার করে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে দামুড়হুদার আজিমপুর এলাকার ফুড গোডাউনের কাছে অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালানোর চেষ্টা করে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফুড গোডাউন চত্বর থেকে একটি কাগজের কার্টুনে রাখা ১০ কেজি ৮৩৮ গ্রাম দানাদার রূপা জব্দ করা হয়। বিজিবি পরিচালক আরো জানান, আটক আসামীদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম