খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা দীঘিনালা লারমা স্কোয়ারে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ও আমিনুল ইসলামসহ অনেক।
এসময় উপজেলার পাঁচটি ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন। এতে ১২ দফা দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই