গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে অ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেল সভাপতি ও শাহাদুল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান শেখ।
সোমবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
এর আগে, রবিবার দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পদের জন্য ৩৬৯ ভোটের মধ্যে ২৯৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেল (মোটরসাইকেল প্রতীক) ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সবুর আহম্মেদ (গরুর গাড়ি প্রতীক) পান ৭২টি ভোট। সাধারণ সম্পাদক পদে শাহাদুল মিয়া (ফুটবল প্রতীক) ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান শেখ (টিয়া পাখি প্রতীক) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহানুর রহমান নয়ন (কলস প্রতীক) ৮২টি ভোট পেয়েছেন।
বোয়ালী ইউনিয়ন নির্বাচন প্রস্তুতি কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আজহারুল হান্নান দুলালের সঞ্চালনায় বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠের এ সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
বিডি প্রতিদিন/এমআই