মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে শোবার ঘর থেকে শনিবার সকালে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রাহিম রাফি রাতে ঘরে একা শুয়েছিলেন। পাশের রুমে মা এবং ছোট ভাই শুয়ে ছিলেন।
সকালে রাফি ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের অন্য সদস্যরা রুমে প্রবেশ করে রাফির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন কি কারণে এই হত্যাকান্ড হয়েছে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম