রাজধানীর বিয়াম মিলনায়তনে ৮ আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিএএসএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মোঃ নজরুল ইসলাম সাক্ষরিত বক্তব্যে জানানো হয়, সেমিনারের বিষয়বস্তু নিয়ে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে বেশিরভাগ গণমাধ্যম সঠিক প্রতিবেদন প্রকাশ করলেও, কিছু গণমাধ্যম সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে মাননীয় উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা সংগঠনের বক্তব্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেমিনারটি ছিল একটি একাডেমিক আলোচনা যেখানে দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি ও প্রত্যাশা নিয়ে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞজনেরা নিজেদের মতামত ব্যক্ত করেন। এছাড়া সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের চার জন সদস্যও তাদের প্রত্যাশা ও আকাঙ্খা ব্যক্ত করেছেন। এসব তথ্য এসোসিয়েশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক