গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৫০ ফেনসিডিল পরিবহনের সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নারায়নগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল গ্রামের নূর করিমের ছেলে হৃদয় মিয়া (৩১), একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে রাজিব হোসেন (২৯) এবং আহছান উল্লাহর মেয়ে সুমি আক্তার (৩০)। তারা তিনজনই সম্পর্কে খালাতো-মামাতো ভাই-বোন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় দিনাজপুরের রানীরবন্দর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাসী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে তিনজনের ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল করে মোট ১৫০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম