বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির জন্য আগামী নির্বাচন অগ্নিপরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে। কিন্তু বিএনপি যাতে এককভাবে ক্ষমতায় যেতে না পারে, এজন্য আরেকটা রাজনৈতিক দল যেন ক্ষমতার ছিঁটেফোঁটা পায় সেজন্য পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলা হচ্ছে।
গতকাল খুলনায় ‘মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, খুলনা মহানগর সভাপতি শেখ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়। পিআর সিস্টেম জনগণ চায় না। একটি রাজনৈতিক দল যেহেতু রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না, এজন্য তারা জনগণকে ভুল বোঝানো ও নির্বাচন বিলম্বিত করতে চায়। নানা কল্পকাহিনি প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।