টেকনাফে ইয়াবা ও নগদ টাকা নিয়ে শ্বাশুড়ি-স্ত্রীসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমাান (পিএসসি) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং আচারবুনিয়া এলাকায় ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে জনৈক কালামের বাড়িতে অভিযান চালালে উপস্থিত চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় সাবরাং কচুবনিয়ার মোঃ ইসমাঈলের পুত্র আবুল কালাম (২৭), আচারবনিয়ার কামালের স্ত্রী মাহমুদা (৪০) এবং মেয়ে ইসরাত জাহানকে (১৬) আটক করতে সক্ষম হলেও আরো ২জন পালিযে যায়।
ধৃত আসামিদের দেওয়া তথ্যমতে কালামের বসত ঘরের জুতার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ৪শ পিস ইয়াবা ও মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ ২ লাখ ১৫ হাজার ৪শ ৮০টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা রুজু এবং থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম