জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে জেলার প্রধান সমন্বয়কের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে জাবুর ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেহেতু দলকে সময় দিতে পারব না তাই পদত্যাগ করেছি। ভবিষ্যতে রাজনীতি করার আর ইচ্ছে নেই। এদিকে কমিটি ঘোষণার পর সিলেটে এ পর্যন্ত ১০ জন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। কাক্সিক্ষত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি নেতা জাবুরের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদের কথা কাটাকাটি হয়।
এর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল। ৬ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিপি ও স্বেচ্ছাসেবক দলের বৈঠকে ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেন জাবুর।