বিশ্ব ফুটবলে এখন নতুনদের রাজত্ব। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া এবারও ফুটবলের অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। অথচ গত দুই দশক এ পুরস্কারে দুই তারকার (মেসি আটবার, রোনালদো পাঁচবার) আধিপত্য ছিল। বৃহস্পতিবার ফরাসি ম্যাগাজিনের ‘ফ্রান্স ফুটবল’ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করেছে। এরপর থেকেই শুরু হয়েছে কে হবেন বর্ষসেরা? এমন চর্চা। ২০২৪-২৫ মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে এ তালিকা থেকে সেরা বেছে নেবে আয়োজকরা। গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় এবার বর্ষসেরার দৌড়ে এগিয়ে রয়েছেন চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। লুইস এনরিকের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ২৮ বছর বয়সি ডেম্বেলের হাতেই এবার দেখা যেতে পারে ব্যালন ডি’অর শিরোপা। আবার কারও মতে, চ্যাম্পিয়নস লিগ না জিতলেও বর্ষসেরার এ পুরস্কার পেতে পারেন তালিকায় থাকা বার্সেলোনার ১৮ বছর বয়সি তরুণ তারকা লামিন ইয়ামাল ও তার ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনিয়া। মূলত গেল মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতেই এমন আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। গত মৌসুমে মোট ৫৩ ম্যাচে ৩৫টি গোল ও ১৬টি অ্যাসিস্ট দেম্বেলের। অন্যদিকে বার্সার রাফিনিয়ার আছে ৫৭ ম্যাচে ৩৪টি গোল ও ২৫টি অ্যাসিস্ট। দেম্বেলে জিতেছেন চ্যাম্পিয়নস লিগসহ তিনটি শিরোপা, স্পেনে রাফিনিয়া জিতেছেন দুটি। এ কারণেই অনেকে এগিয়ে রাখছেন দেম্বেলেকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ইয়ামাল ব্যালন ডি’অর জিততে না পারলেও থাকবেন শীর্ষ তিনে। তার অবশ্য সেরা তরুণ ফুটবলারের কোপা ট্রফি জেতার সুযোগ থাকছে।
বর্তমান ব্যালন ডি’রজয়ী ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই অনুপস্থিত ছিলেন। কিন্তু তার সতীর্থ আর্লিং হলান্ড রয়েছেন এ তালিকায়। আছেন এমবাপ্পে, বেলিংহাম, হ্যারি কেইন, ভিনিসাসের মতো তারকারা।