বাংলাদেশে নায়কদের তুলনায় নায়িকারা ফেসবুকে বেশি সরব। অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার থাকায় ভালো আয়ও করেন। এ জন্য নায়িকারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট আপলোড করতে থাকেন। ফেসবুকে নিজেদের কাজের হালনাগাদ তথ্য থেকে শুরু করে ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করেন। ফেসবুক ফলোয়ার সংখ্যার ওপর ভিত্তি করে ১০ নায়িকার কথা তুলে ধরেছেন- পান্থ আফজাল
পরীমণি
ফেসবুক অনুসারীর দিক দিয়ে শুধু নায়িকাদের তালিকা নয়, সমগ্র বাংলাদেশিদের মধ্যেই শীর্ষ অবস্থানে আছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি ১৬ মিলিয়ন ফলোয়ারের মালিক। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। জীবনের প্রায় সব বিশেষ ঘটনা তিনি ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
মেহবাজীন চৌধুরী
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হয়ে ২০০৮ সালে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটকে খুব একটা দেখা না গেলেও ওটিটিতে তিনি কাজ করছেন। সিনেমায় নাম লিখিয়েও পেয়েছেন পুরস্কার। সবার প্রিয় এই নায়িকার ফেসবুক পেজে রয়েছে ১০ মিলিয়ন ফলোয়ার বা ১ কোটি।
পূর্ণিমা
অভিনয়ে এখন একদম সময় দেন না নায়িকা পূর্ণিমা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর সময়ের নায়িকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কারণ দক্ষ অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার সেন্স অব হিউমারেরও ভক্ত অসংখ্য মানুষ। এ অভিনেত্রীর ফেসবুক ফলোয়ার ৯.৮ মিলিয়ন। আর একটু হলেই তাঁর ফলোয়ার সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করবে।
অপু বিশ্বাস
সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে, সংসারে ভাঙন ও পরে শাকিবের জীবনে বুবলীর প্রবেশ- এসব নিয়ে নিত্যনতুন দ্বন্দ্বে লিপ্ত থাকেন অপু। এ নায়িকার ফেসবুক ফলোয়ার ৯.১ মিলিয়ন।
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়ার ফেসবুকে ফলোয়ার ৭.১ মিলিয়ন। ইনস্টাগ্রামের ফলোয়ারের দিক দিয়েও তিনি সমসাময়িক সবার চেয়ে এগিয়ে। ফারিয়া মূলত তাঁর গ্ল্যামারাস সোশ্যাল মিডিয়া উপস্থিতি ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য নেটিজেনদের নজর কাড়েন।
তাসনিয়া ফারিণ
খুব অল্প সময়ে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার তৈরি হয়েছে ছোটপর্দা থেকে সিনেমার নায়িকা হওয়া তাসনিয়া ফারিণের। তাঁর ফেসবুক ফলোয়ার ৭ মিলিয়ন। ফারিণের এত অনুসারী হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ তাঁর পাশের বাড়ির মেয়ে ইমেজ।
সাফা কবির
ছোটপর্দার তারকা হলেও সাফা কবিরের জনপ্রিয়তা কিংবা ফেসবুক ফলোয়ারের সংখ্যা বড়পর্দার নায়িকাদের থেকে কোনো অংশে কম নয়। সাফা কবির মূলত তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয়তা পান ক্যারিয়ারের শুরুতেই। নিজেকে অন্য তারকার চেয়ে ফ্যাশনেবল হিসেবে মেলে ধরেন। এ ছাড়া তিনি নিজেকে বরাবরই ক্ল্যাসিক ব্যক্তিত্বের মানুষ হিসেবে প্রকাশ করেছেন। এ তারকার ফেসবুক ফলোয়ার ৬.৬ মিলিয়ন।
বিদ্যা সিনহা মিম
লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ফিটনেস সচেতন এ তারকা বরাবরই দারুণ ফ্যাশনেবল। একই সঙ্গে নিখুঁত চেহারার কারণে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। এরই মধ্যে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তাঁর অভিনয় শুরু হুমায়ূন আহমেদের মতো প্রখ্যাত কথাসাহিত্যিকের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে। মিমের ফেসবুক ফলোয়ার সংখা ৬.৫ মিলিয়ন।
কেয়া পায়েল
অতি অল্প সময়ে ৬.১ মিলিয়নের মতো বিশাল সংখ্যক ফলোয়ারের অধিকারী হয়েছেন ছোটপর্দার মিষ্টিমুখ কেয়া পায়েল।
জয়া আহসান
জয়া আহসান। তিনি শুধু উচ্চমার্গীয় অভিনয়শৈলীর জন্য আলোচনায় থাকেন। তবে বয়সের তুলনায় জয়ার ফিটনেস, সৌন্দর্য এবং ফ্যাশন সচেতনতা ভক্তদের বিমুগ্ধ করে। এ বছরই জয়া অভিনীত তিনটি ছবি (তাণ্ডব, উৎসব ও ডিয়ার মা) ব্যবসায়িকভাবে দারুণ সফলতা অর্জন করেছে। তাঁর ফেসবুকে ফলোয়ার রয়েছে ৫.৭ মিলিয়ন।