দিব্যা ভারতী, শ্রীদেবী, জুহি চাওলা, মাধুরী দীক্ষিতের মতো বলিউডের তারকা অভিনেত্রীদের কণ্ঠে গান গেয়েছেন আলিশা চিনয়। নব্বই দশকের প্রথম সারির সংগীতশিল্পী ছিলেন তিনি। সেই দশকেই ভারতের সংগীত জগতে ‘কুইন অব ইন্ডিপপ’ নামে পরিচিত হতে থাকেন। শুধু নিজের গানের অ্যালবামই নয়, হিন্দি ছবিতেও গান করতে শুরু করেন আলিশা। আশির দশকে বাপ্পি লাহিড়ীর হাত ধরে ফিল্মপাড়ায় পা রাখেন আলিশা। ২০০৫ সালে অমিতাভ, রানী ও অভিষেক বচ্চন অভিনীত ‘বান্টি আওর বাবলি’ মুক্তির পর বিশ্বে ঝড় তুলেছিল সে ছবির গান- ‘কাজরা রে’। আর এই গানে কণ্ঠ দিয়েছিলেন পপ সেনসেশন আলিশা চিনয়, যিনি এই গানের জন্য জিতেছিলেন সেরা গায়িকা হিসেবে নামিদামি ফিল্মি পুরস্কার। কিন্তু গানের সাফল্যের পেছনে ছিল এক চমকে দেওয়া গল্প। গায়িকার দাবি, এই গান গাওয়ার জন্য তাকে পারিশ্রমিক হিসেবে পাঠানো হয়েছিল মাত্র ১৫ হাজার টাকা। সম্প্রতি
এক সাক্ষাৎকারে আলিশা বলেন, ‘কাজরা রে’-এর পর আমি সত্যিই রেগে গিয়েছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম, গায়িকাদের কোনো মূল্যই নেই নাকি? তখন আমি ‘মেড ইন ইন্ডিয়া’র মতো হিট গানের গায়িকা। তবু শঙ্কর-এহসান-লয়-এর অনুরোধে গানটা গেয়েছিলাম, কারণ ওরা বলেছিল যশরাজ ফিল্মসের প্রজেক্ট। কিন্তু পারিশ্রমিকের টাকার চেকটা যখন হাতে এলো, তখন দেখি টাকার অঙ্কটা মাত্র ১৫ হাজার। আমি ওদের বললাম, ‘হ্যালো’ এত বড় প্রযোজনা সংস্থা আর পারিশ্রমিক মাত্র ১৫ হাজার টাকা। আমি সেটা নিইনি। ওরা কয়েকবার পাঠিয়েছিল, আমি ফেরত পাঠিয়েছি। এই মন্তব্য তুমুল বিতর্ক ছড়িয়েছিল সে সময়। আলিশা নিজেই স্বীকার করেছেন, ‘তখন আমি বেশ সোজাসাপটা ছিলাম, জল মেপে-বুঝে ঠিক কথা বলিনি। মুখ ফসকে বলে ফেলেছিলাম যে, টাকা দেয়নি। সেটাই বড় বিতর্ক হয়ে গেল।’ তবে আজও কিন্তু নিজের অবস্থানে অনড় আলিশা। গায়িকার কথায়, ‘ওটা ঠিক আচরণ ছিল না। এখন তো আরও খারাপ অবস্থা, অনেক গায়ক নিজেদের মান নামিয়ে ফেলছে। ইন্ডাস্ট্রি ভাবে ওরা আমাদের সুযোগ দিচ্ছে, অথচ গায়করাই আসল প্রাণ।’
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
চমকে দেওয়া গল্প
‘কাজরা রে’ নিয়ে আলিশার ক্ষোভ
শোবিজ ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর