একাধিক জনপ্রিয় নাটক- অনেক দিন পরে, প্রিয় প্রজাপতি, চলো হারিয়ে যাই, দেরি করে আসবেন, উইশ কার্ড, মিথ্যে প্রেমের গল্প, খোয়াবনামা, ফাঁন্দা ও এরপর ‘চোর’-এর ধারাবাহিক সাফল্যের পর এবার আসছে নতুন প্রেমের নাটক ‘খুঁজি তোকে’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। চিত্রনাট্য ও গল্পও তার লেখা। এ নাটকটিতে সঞ্জু চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর অর্পা চরিত্রে সাদিয়া আয়মান। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাবেরী আলম। গল্পে রয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের মিশেল- যা দর্শক হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতার। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘অন্যান্য ফিকশন থেকে এটি একটু আলাদা। এর গল্পভাবনা, ক্যারেক্টারাইজেশন, চরিত্রের লুক, স্টোরি
টেলিং থেকে শুরু করে প্রতিটি দৃশ্য একটু ফিল্মি স্টাইলে করেছি। প্রোডাকশনটা গতানুগতিক কাজ থেকে একটু অন্যরকম নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের কাছে কাজটি ভালো লাগবে।’ ‘খুঁজি তোকে’র শুটিং হয়েছে খুলনা ও বাগেরহাটের নান্দনিক লোকেশনে। এতে রয়েছে দুটি দৃষ্টিনন্দন অ্যাকশন দৃশ্য, যা পরিচালনা করেছেন সুফিয়ান। এ ছাড়া রোমান্টিক আবহে সুরের ছোঁয়া দিতে যুক্ত হয়েছে একটি গান- ‘সাথী রে’, যা গেয়েছেন আবীর বিশ্বাস। মেহেদী হাসান তামজীদের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন আবীর বিশ্বাস। নাটকটির গল্প নিয়ে ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজল বলেন, ‘খুঁজি তোকে’ পরিপূর্ণ প্রেমের গল্প। কাজটি এতটাই গোছানো ও সিনেমাটিকভাবে নির্মিত হয়েছে, ‘প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল, আমি যেন একটি সিনেমা দেখছি। দর্শকও নাটকটি দেখে ঠিক সেই অনুভূতি পাবেন।’ প্রেম, আবেগ আর বাস্তবতার মিশেলে তৈরি ‘খুঁজি তোকে’ দর্শকদের মনে নতুন এক অনুভূতি জাগাবে, এমনটাই আশা করছেন নির্মাতা ও শিল্পীরা। নাটকটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
ক্যাপিটাল ড্রামার নতুন নাটক
প্রেমের গল্প ‘খুঁজি তোকে’ আসছে ১৬ অক্টোবর
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর