আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর সারা দেশে এরই মধ্যে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। জেলা-উপজেলা, নগর-মহানগরে গতকাল সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। মুসল্লিদের সঙ্গে করেছেন কুশলবিনিময়। যোগ দিয়েছেন দলীয় ও সামাজিক অনুষ্ঠানে। ভোট চেয়েছেন দলীয় প্রতীকে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : গতকাল নগরের শেখঘাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। পরে তিনি মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি নগরের দরগা গেটে শহীদ সুলেমান হলে আলোচনা সভায় অংশ নেন। ওই সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আসরের নামাজের পর খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আবদুল মুক্তাদির।
বিকালে বিশ্বনাথে সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সিলেট-২ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর। গতকাল মহানগর জামায়াত আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
রাজশাহী : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন গোদাগাড়ী উপজেলার বারইপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মতবিনিময় করেন মুসল্লিদের সঙ্গে। আরেক মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক জুমার নামাজ আদায় করেছেন গোদাগাড়ী উপজেলার প্রেমতলী জামে মসজিদে। বিকালে অংশ নেন মাটিকাটা ইউনিয়নে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ জুমার নামাজ আদায় করেন পবার পারিলার কৈপুকুড়িয়া জামে মসজিদে। বিকালে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দলীয় সমাবেশে অংশ নেন। ওই সমাবেশে রাজশাহীর ছয়টি আসনের জামায়াতের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাঘা শাহী মসজিদে জুমার নামাজ শেষে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সামাদের জানাজায় অংশ নেন। বিকালে কর্মিসভায় বক্তব্য রাখেন। আরেক মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বলও বাঘা শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে নির্বাচনি সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন চেয়েছেন দলটির নেতারা। ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে তাসফিয়া জেপি কনভেনশন হলে এ সমাবেশ হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াত আমির ইমরানুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসনটির জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির মো. ফারুকে আযম, পাহাড়তলী থানা আমির নুরুল আলম প্রমুখ।
রংপুর : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল জুমার নামাজ আদায় করেছেন নগরীর আদর্শপাড়া জামে মসজিদে। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় করেছেন। তিনি রংপুর সদর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের বাড়ি পীরগঞ্জ উপজেলায়। তিনি জুমার নামাজ আদায় করেছেন মদনখালী পন্ডিতপাড়া জামে মসজিদে। আসন্ন নির্বাচনে তিনি পীরগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জানিয়ে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু জুমার নামাজ পড়েছেন রংপুর নগরীর আলমনগর ওয়াক্ফ জামে মসজিদে। মতবিনিময় করেছেন মুসল্লিদের সঙ্গে। খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য কমপক্ষে ৩০ জন প্রার্থী জুমার নামাজ আদায় করে মুসল্লি ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তারা নিজ নিজ দলের পক্ষে ভোট কামনা করেন।
খুলনা : খুলনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক আমির এজাজ খান গতকাল রূপসার খাড়াবাদ বাইনতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জিয়াউর রহমান পাপুল বটিয়াঘাটা ২ নম্বর ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। জামায়াত প্রার্থী শেখ আবু ইউসুফ বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের জয়পুর বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু সাঈদ একই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে তিনি বটিয়াঘাটার কাতিয়ানাংগায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন। খুলনা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোনাডাঙ্গা থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ২০ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। খুলনা-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে দলের নেতা-কর্মীরা রূপসা, তেরখাদায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
পিরোজপুর : জেলার তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা জুমার নামাজের আগে ও পরে গণসংযোগ করেন। নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে গণসংযোগ করেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ বিন সাঈদী। তিনি উপজেলার চরখোলা আলহেরা হাফিজিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষ তিনি নাজিরপুরে উপজেলার চৌঠাই মহল কালিবাড়ী এলাকায় জনসংযোগ করেন। জেলা বিএনপির আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আলমগীর হোসেন শহরের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। পিরোজপুর-২ আসনে নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত এলাকায় গণসংযোগ করেন।
বগুড়া : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল গতকাল সকাল ১০টায় সদরের নিশিন্দারা ইউনিয়নের ল্যাংড়াবাজারে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় যোগ দেন। ওই পথসভায় ল্যাংড়াবাজারে ইউনিয়ন আমির আবদুল হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মজনু রহমান, আয়েজ উদ্দিন প্রমুখ।
রাজবাড়ী : গতকাল নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুপুরে নিজ অফিসে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম। রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সভা করেন।
রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশিদ হারুন গতকাল সকালে জামায়াতের যুব বিভাগের অনুষ্ঠান শেষ করেছেন।
পটুয়াখালী : পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান শহরের বড়বাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। পটুয়াখালী-২ (বাউফল) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার উপজেলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মুসল্লিদের সঙ্গে করেন কুশলবিনিময়। বিকালে বিলবিলাস এলাকায় বিএনপির এক কর্মীর আক্ত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
পটুয়াখালী-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ জুমার নামাজ আদায় করেছেন শৌলা হাকিম আলী পঞ্চায়েতবাড়ী জামে মসজিদে। পরে তিনি মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় এবং নেতা-কর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। বিকালে তিনি কালাইয়া বন্দর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গবালী) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন কলাপাড়া শহরের এতিমখানা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় করেন। জামায়াতের উপজেলা আমির মাওলানা আবদুল কাইয়ুম বড় সিকদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মুসল্লি ও স্থানীয় মানুষের সঙ্গে কুশলবিনিময় ও মতবিনিময় করেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান কলাপাড়া শহরের নতুন বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তিনি মুসল্লি ও স্থানীয় মানুষের সঙ্গে কুশলবিনিময় ও মতবিনিময় করেন।
কক্সবাজার : গতকাল জুমার দিনে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিএনপি গতকাল কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সেলিনা সুলতানা নিশিতা, জাকারিয়া লিটন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না ও আকতার উদ্দিন চৌধুরী।
জামায়াতে ইসলামী আসনভিত্তিক রুকন সম্মেলন করেছে গতকাল। এতে পুরুষ রুকনদের পাশাপাশি মহিলা রুকনরা অংশগ্রহণ করেছেন। গতকাল প্রথম দিনে কক্সবাজার-৩ (শহর, সদর, রামু ও ঈদগাঁও) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের রুকন সম্মেলন পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার-৪ আসনের সম্ভাব্য প্রার্থী জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার-১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের শহিদুল আলম বাহাদুর। উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমির মাওলানা রফিকুল্লাহ। সভায় বক্তারা ইনসাফভিত্তিক সমাজ গঠনের জামায়াতে ইসলামীর প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।