মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও তেঁতুলবাড়ি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে সাত লাখ টাকার ভারতীয় ওষুধ ও পটকা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়কলেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, ৮ আগস্ট রাত ১০টা ১০ মিনিটে কাজিপুর বিওপির হাবিলদার মো. আ. সাত্তারের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকা থেকে ভারতীয় ২৩২ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১,৪৫০ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার ৮৫০ টাকা। একই রাতে ১১টা ৪০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির নায়েব সুবেদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে আরেক অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১৪০ মেইন পিলার থেকে প্রায় ৩০ গজ ভেতরে তেঁতুলবাড়ি মাঠ এলাকা থেকে ভারতীয় ১,০০০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট ও ১,০০০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তিনি আরো জানান, এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল এবং চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম