শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এলাকাবাসী। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাওলপুর ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, চরজালালপুর মৌজার কয়েক শ বিঘা ফসলি জমি এবং কয়েক হাজার পরিবারের ভিটেমাটি মেঘনা নদীতে বিলীন হয়েছে।