চুয়াডাঙ্গার ৬ বিজিবি সদস্যরা ৮টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে। জব্দ করা স্বর্ণের মূল্য এক কোটি ৭২ লাখ টাকা। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম।
মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা সীমান্ত এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) ও একই গ্রামের খোদা বকসের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)। আটককৃতদের মধ্যে আব্দুল মোমিনের কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আটটি স্বর্ণের বার জব্দ করা হয়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি’র সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, আগেই গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় গোপনে অবস্থান করছিল। মঙ্গলবার সকাল আটটার দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুজনকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। মোটরসাইকেলসহ দুজনই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
তিনি বলেন, আসামিরা সীমান্ত পার করে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণসহ সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ ব্যাপারে বিজিবির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এমআই
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        