সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাব-১২ এর সদস্যদের দেখে পালানোর চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন এক মাদক ব্যবসায়ী। নিহত যুবকের নাম শাওন রেজা (২৪)। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল মন্ডলের ছেলে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, “র্যাব-১২ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা এলাকায় গেলে শাওন পালাতে গিয়ে বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ জানায়, শাওন রেজার বিরুদ্ধে পূর্বে থেকেই একটি মাদক মামলা ছিল। নতুন এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক