কুমিল্লার বুড়িচং উপজেলায় আনসার–ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে প্রশিক্ষণার্থী মোজাম্মেল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আনসার–ভিডিপি অফিসার আজহারুল আলম। তিনি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি জাতীয় নির্বাচন, বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, পূজা–পার্বণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হবে। এতে আদর্শ জাতি গঠন ও মানবিক সমাজ বিনির্মাণে সহায়তা করা সম্ভব হবে। এছাড়া আনসার উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নেওয়ার সুবিধাও প্রশিক্ষণার্থীরা পাবেন।”
দশ দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অধিদপ্তর ও কর্মকর্তারা ট্রেইনার হিসেবে আলোচনা করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ আনসারী। সঞ্চালনায় ছিলেন স্কাউট লিডার সাজ্জাদ হোসেন। আরও বক্তব্য রাখেন—সাদকপুর গ্রামের সাবেক মেম্বার ও সামাজিক ব্যক্তিত্ব নওশের আহমেদ, ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাহ আলম, পীরযাত্রাপুর ইউনিয়নের কমান্ডার জয়দল হোসেন বাদল, ট্রেইনার নুরুজ্জামান।
উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ১৫০ টাকা করে ভাতা, অধিদপ্তরের পোশাক ও অন্যান্য উপকরণ প্রদান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        