কুমিল্লায় আনসার-ভিডিপি কার্যালয় বুড়িচং উপজেলা কর্তৃক গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে প্রশিক্ষণার্থী মোজাম্মেল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আনসার-ভিডিপি অফিসার আজহারুল আলম।
১০ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আজহারুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের আওতায় ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত প্রশিক্ষণার্থীরা যে সুবিধাটুকু পাবে, তা হচ্ছে সরকারি বিধি মোতাবেক চাকরি কোটা নিশ্চিত হবে, নির্বাচনের দায়িত্ব পালন করা যাবে, বিভিন্ন জাতীয় উৎসব, অনুষ্ঠান, পূজা-পার্বনে দায়িত্ব পালন করা, আদর্শ জাতি গঠন, মানবিক সমাজ বিনির্মাণে সমাজের মানুষকে সহযোগিতা তথা বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা করা যাবে। আনসার উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুবিধা পাওয়া যাবে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অধিদপ্তর ও কর্মকর্তারা ট্রেইনার হিসেবে আলোচনা রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাদকপুর মাদ্রাসার স্কাউট লিডার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাদকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ আনসারী, সাদকপুর গ্রামের সাবেক মেম্বার ও সামাজিক ব্যক্তিত্ব নওশের আহমেদ, ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল, বুড়িচং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাহ আলম, পীর যাত্রাপুর ইউনিয়নের কমান্ডার জয়দল হোসেন বাদল ও ট্রেইনার নুরুজ্জামান।
উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ১৫০ টাকা করে ভাতা এবং অধিদপ্তরের পোশাকসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        