অবৈধভাবে বিদেশে পাড়ি রোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের একটি বেসরকারি সংগঠনের সভাকক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’।
সংগঠনটি জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস)-এর আদর্শে প্রতিষ্ঠিত হয়ে মানুষের অধিকার, বিশেষ করে অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদেশগামীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে তরুণদের জন্য দেশের ভেতরেই সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করা।
এ উদ্যোগের আওতায় জনগণকে অভিবাসন বিষয়ক সচেতনতা, সম্ভাব্য প্রবাসী পরিবারকে সহায়তা এবং যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমল বিশ্বাস (সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট), তারেক মাহমুদ (সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট), মোহাম্মদ মামুনুর রশিদ (সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট), প্রদীপ্ত (ডিরেক্টর, প্রোগ্রাম রাইটস যশোর), এস এম আজহারুল ইসলাম (ডেপুটি ডিরেক্টর, রাইটস যশোর), মোহাম্মদ হারুন অর রশিদ (প্রোগ্রাম কর্ডিনেটর, নাটোর), প্রণব কুমার দাস (ডিস্ট্রিক্ট ম্যানেজার, যশোর) এবং মৌসুমী আক্তার (প্রোগ্রাম অফিসার, রাইটস যশোর)।
সংবাদ সম্মেলনের শেষে অবৈধভাবে বিদেশযাত্রা রোধে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক