২৬ মে, ২০১৯ ০৮:৪৯

ইংলিশ অধিনায়কের আঙুলে চিড়!

অনলাইন ডেস্ক

ইংলিশ অধিনায়কের আঙুলে চিড়!

আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মাঝে দুঃসংবাদ চোট নিয়ে চিন্তা নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কা শিবিরে। সেই তালিকায় এবার ঢুকে পড়ল আয়োজক ইংল্যান্ডও। 

শুক্রবার অনুশীলনে বাঁ-হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান তিনি। এরপর স্থানীয় হাসপাতালে এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড অধিনায়ককে। এরপর এক্স-রে রিপোর্টে দেখা যায় মরগানের বাঁ-হাতের তর্জনীতে সামান্য চিড় ধরা পড়েছে। তবে কি বিশ্বকাপের শুরুর দিকে ইংল্যান্ড অধিনায়ককে পাওয়া যাবে না? 

চিকিৎসকরা জানিয়েছেন, মরগানের চোট তেমন গুরুতর নয়। আশা করা যাচ্ছে বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন তিনি। শুক্রবারই এক সাক্ষাৎকারে তিনি নিজেও সে কথা জানিয়ে দেন।   


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর