১৫ জুন, ২০১৯ ২৩:৫১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের হার লঙ্কানদের

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের হার লঙ্কানদের

বিশ্বকাপে প্রতিকূল পরিবেশে ২০তম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৫ রানের টার্গেটে ৮৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে লঙ্কানদের। 

উদ্বোধনী জুটিতে কুশল পেরেরা ও দিমুথ করুনারত্নে মিলে ১৫.৩ ওভারেই ঝড়ো ব্যাটিং করে ১১৫ রান তুলে শুরুটা অসাধারণ করেছিল শ্রীলঙ্কা। তবে এ জুটি ভাঙার পর ব্যাটিং ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় ৮৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে লঙ্কানদের।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। লন্ডনের দ্য ওভালের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

প্রথম ব্যাটিং নেমে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম অস্ট্রেলিয়া। ফিঞ্চের পাশাপাশি স্টিভেন স্মিথের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে দলটি।

জবাবে ৪৫.৫ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর