২৭ জুন, ২০১৯ ০৮:৪৩

আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে এবং বৃষ্টিতে আরও এক পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। হাতে আরও চারটি ম্যাচ। এর মধ্যে দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। শেষ চারে স্থান পেতে আজ আবার মাঠে নামছেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদের হারিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে রাউন্ড রবিন পর্বের আট নম্বরে। আজ ভারতের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হবে। ভারত এখনও পর্যন্ত অপরাজিত দল। সেই হিসেবে আজকের ম্যাচে ফেবারিটের তকমা থাকবে ভারতেরই। তবে অতীত লড়াইয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে। দুই দল ওয়ানডেতে মোট ১২৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬২ বার জিতেছে তারা। ভারত জিতেছে ৫৯ বার। তবে শেষ ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুটি। একটা ম্যাচ ড্র হয়েছে। অতীতের রেকর্ড বাদ দিলেও বর্তমানে ভারতীয় দল বিশ্বকাপের অন্যতম সেরা দল। এক নম্বর ফেবারিটের তকমাটা তাদেরই। 

আজ জিতে শেষ চারের পথটা আরও পরিষ্কার করে নিতে পারে টিম ইন্ডিয়া। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটা সুখবর পেয়েছে ভারতীয় ভক্তরা। ভুবনেশ্বর কুমার অনুশীলনে বোলিং করেছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর