১৩ মার্চ, ২০১৯ ১৫:০৪

জয়ী হয়েও পুনর্নির্বাচনের দাবি তানহার

অনলাইন ডেস্ক

জয়ী হয়েও পুনর্নির্বাচনের দাবি তানহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে জয়ী হয়েও ডাকসু নির্বাচনের সার্বিক ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন লামইয়া তানজিন তানহা। গণমাধ্যমের কাছে এমনটাই বলেছেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানহা সুফিয়া কামাল হলে সদস্য পদে প্রগতিশীল ছাত্র ঐক্যের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৮৪১ ভোট পেয়ে বিজয়ীও হয়েছেন। তবে সামগ্রিকভাবে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন তিনি।

লামইয়া তানজিন তানহা বলেন, দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো দখলদারিত্ব চালিয়ে গেছে। তাই ক্যাম্পাসে সুস্থ রাজনীতির চর্চা ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবারের নির্বাচন অংশ নিয়েছিলাম। কিন্তু পুরো নির্বাচনেই ব্যাপক কারচুপির ঘটনা ঘটেছে। নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হয়নি। আমি জয়ী হলেও ডাকসু নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানাচ্ছি।

বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর