ঢেঁকির তালে দোলে দোলে
চাল কুড়িয়ে পরে
পিঠার আমেজ নবান্ন হয়
গ্রামের ঘরে ঘরে।
শীত সকালে মিষ্টি পিঠা
গ্রাম্য বাড়ি বাড়ি
রোজ সকালে খেজুর গাছে
জমে রসের হাঁড়ি।
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
কৃষক ছোটে মাঠে
কুয়াশা ভেজা গাঁয়ের বধূ
যায় যে পুকুর ঘাটে।
শিশু-কিশোর ইশকুলে যায়
বাজান চলে হাটে
শীতের সকাল রেঙে ওঠে
চাষির সাথে মাঠে।